প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জাতীয় শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জাতীয় শোক দিবস পালন করে।
সোমবার (২১ আগস্ট) কোম্পানীর প্রধান কার্যালয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আলোচনা সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আরও আলোচনা করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ,
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদুল করিম। কোম্পানীর কর্মকর্তাগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।